দীঘিনালায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

খাগড়াছড়ি।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় আগুন লেগে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে এ আগুন লাগে। প্রাথমিক তথ্যে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা লারমা স্কোয়ার সংলগ্ন বাজারে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, আগুনের কারণে অন্তত ১২টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি জানা যাচ্ছে না। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

  • Related Posts

    নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (প্রতিনিধি)।। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২২ মে ) সকাল দশটায় অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। ইসলামি…

    নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রঞ্জুকে(৩০) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে (২২ মে) রাতে পৌর এলাকার দক্ষিণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *