

আন্তর্জাতিক।। ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে আলোচনার টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পাঠানোর ঘোষণার পর শনিবার (৮ মার্চ) এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় সর্বোচ্চ নেতা বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনা প্রস্তাবের নেপথ্যে রয়েছে তাদের অন্যায় আধিপত্যগুলো ইরানের ওপর চাপিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে সামলানোর কেবল দুটো উপায় রয়েছে। হয় তাদের সামরিক উপায়ে শায়েস্তা করতে হবে, অন্যথায় পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বাদ দিয়ে চুক্তি করতে হবে।
তবে ইরান সবসময়ই দাবি করে এসেছে, অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে দেশের বিদুৎ চাহিদা পূরণে তাদের এ পারমাণবিক কর্মসূচি চলমান আছে। এছাড়া দেশটির সব্বোর্চ নেতা খামেনি আরও জানিয়েছেন জবরদস্তির বিরুদ্ধে ইরান কখনো মাথা নত করবে না। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও আন্তর্জাতিক প্রভাবের মতো বিষয় নিয়ে তারা বরাবরই চাপ প্রয়োগ করে আসছে। তবে তাদের এসব অন্যায় দাবি ইরান কোনওভাবেই মেনে নেবে না।