ভোলায় যুবশক্তির ঈদ উপহার

ফারিয়া আক্তার আশা, ভোলা।। ঈদ আনন্দ হোক সবার জন্য এই লক্ষ্যকে সামনে রেখে ভোলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘ। ঈদের দিনে নতুন পোশাকের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই সংগঠনটির স্বেচ্ছাসেবীরা শিশুর হাতে তুলে দিয়েছে নতুন জামা।

ঈদ মানেই আনন্দ, কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা নতুন পোশাক বা ঈদের উপহার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। সেই শিশুদের ঈদের আনন্দকে পূর্ণতা দিতেই যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘের এই আয়োজন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের খুঁজে বের করেন এবং তাদের হাতে ভালোবাসার উপহার তুলে দেন।

ভোলা জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের লক্ষ্য শুধু উপহার দেওয়া নয়, বরং তাদের মনে যেন ঈদের আনন্দ তৈরি হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের সকল শিশু সমানভাবে ঈদ উপভোগ করুক, এটাই আমাদের চাওয়া।

সদর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। যুব শক্তির মতো সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তবে অসহায় শিশুরাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।

যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি তাজউদ্দীন বলেন, আমরা চাই সমাজের প্রতিটি শিশু ঈদের আনন্দ উপভোগ করুক। সামর্থ্যবানরা যদি একটু সহায়তার হাত বাড়ান, তবে সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারবে। যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘের এই মহৎ উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

এ সময় উক্ত প্রোগ্রামে উপস্থিত কেন্দ্রীয় সভাপতি তাজউদ্দীন নাঈম, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,জেলা পর্যবেক্ষক-২ ইসমাইল আদনান, সদর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন, নাজিউর রহমান কলেজ টিম সহ-সভাপতি ফারহান আহমেদ কোষাধ্যক্ষ ফারিয়া আক্তার প্রমুখ।

  • Related Posts

    নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা…

    নলছিটিতে জোর পূর্বক গাছের তাল কেটে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ২ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *