শিবচরের অসহায়দের মাঝে পঞ্চমালার ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধি।। পবিত্র রমজান মাস উপলক্ষে মাদারীপুরের শিবচরের সামাজিক, সংস্কৃতিক ও সাহিত্য সংগঠন পঞ্চমালা অসহায় মানুষের জন্য ভিন্নধর্মী আয়োজন করে।

রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১০০ জন অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করে এ সংগঠনটি। এছাড়াও পঞ্চমালার পক্ষ থেকে বেশ কিছু অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা করা হয়। যাতে তারা ভালোভাবে ইদ উদযাপন করতে পারে। এর পাশাপাশি অসহায়দের জন্য পঞ্চমালা ইদ উপহারেরও ব্যবস্থা করা হয়।

ঈদ উপহার হিসেবে- এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি পেয়াজ, ১ লিটার তৈল এবং একটি সেমাই দিয়ে প্যাকেট তৈরি করা হয়। সেই প্যাকেটগুলো পঞ্চমালার সদস্যরা পৌঁছে দেন শিবচরের আনাচে-কানাচে থাকা অসহায় দরিদ্র ব্যক্তিদের কাছে। শুধুমাত্র তাদের ঈদটা একটু অন্যরকম করার জন্যই এই প্রয়াস সামাজিক সংগঠন পঞ্চমালার।

এই ধারা অব্যাহত রাখতে পঞ্চমালার পাশে ছিল গাজী মানব কল্যাণ ফাউন্ডেশনসহ পঞ্চমালা, বাংলাদেশের সকল সদস্যরা। তাদের সকলের সহযোগিতায় খুব সুন্দর ভাবে ভিন্নধর্মী এই আয়োজনটি এবারের ঈদে পঞ্চমালার পক্ষ থেকে অসহায়দের হাসি ফোটাতে কাজ করেছে।

  • Related Posts

    নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা…

    নলছিটিতে জোর পূর্বক গাছের তাল কেটে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ২ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *