

গরীবের ঈদ
মোঃ রিসালাত মীরবহর
বছর ঘুরে আসে যখন
রোজার শেষে ঈদ,
সবাই তখন মহা খুশি
গায় আনন্দেরই গীত।
চারদিকে খুশির আমেজ
কত আনন্দের বন্যা,
কেউ শোনে না তখন আর
অসহায় গরীবের কান্না।
দু’মুঠো ভাত জোটাতে
পেতে হয় কত বেগ,
তাইতো ওদের মানায় না
আর আনন্দেরই আবেগ।
খড়কুটো আর পাতা দিয়ে
ছোট্ট ঘরে বাস,
কোন মতে এক বেলা খায়
দু’বেলাতেই উপাস।
বরিশাল সদর, বরিশাল।