ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

মোঃ নাঈম, ভোলা প্রতিনিধি।। ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত নামের ধর্মীয় বই প্রদান করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভদ্র পড়ায় অবস্থিত বায়তুর রহমান কওমি মাদরাসায় এ বই বিতরণ করা হয়।

জানা গেছে, মাদরাসাটি পাঁচ বছর ধরে চলছে। মাদরাসাটিতে বেশ কয়েকজন এতিম শিক্ষার্থীও রয়েছে। মাদরাসার পরিচালক বিষয়টি নিয়ে বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলার সদস্যদের শরণাপন্ন হলে শুভসংঘের বন্ধুরা ১২ খণ্ডের নতুন ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত নামের কিতাবটির ব্যবস্থা করে দেন। নতুন কিতাব পেয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করেন।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা তালহা জানান, মাদরাসার জন্য দীর্ঘ দিন ধরে এই ফতোয়ার কিতাবটি খুব প্রয়োজন ছিল। বিষয়টি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের জানালে তারা কিতাবটি ব্যবস্থা করে দেন। এই জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ শুভসংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ আল্লাহর কাছে এই দোয়া করি, বসুন্ধরা গ্রুপর সব সময় দ্বীন ও মানবতার সঙ্গে যেন থাকতে পারে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. জুন্নু রায়হান, উপদেষ্টা মো. শরাফত হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম, অবেলার ডাক সাহিত্য পরিষদ এর ভোলা জেলা প্রতিনিধি মো নাইমুর রহমান। বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি সভাপতি মো. শাফায়াত হোসেন, ইভেন্ট সম্পাদক মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মুছা কালিমুল্লা নয়ন, সদস্য মো. নাইমুর রহমান ও মো. জিহাদ প্রমুখ।

  • Related Posts

    নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দলের পরিদর্শন

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেষা হদুয়া লঞ্চ ঘাট, ইসলামাবাদ সহ ভাঙন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা…

    নলছিটিতে জোর পূর্বক গাছের তাল কেটে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দূর্বিত্ত কর্তৃক গাছের তাল কাটার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ২ টার সময় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মগর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *