নতুন সুরের নতুন বাদ্যযন্ত্র

নতুন সুরের নতুন বাদ্যযন্ত্র
কামরুল আহসান

বৈশাখ আমার আসে না মনে
গাজার আগুন বুকে জ্বলে,
বাঁশির সুর বাজে না মনে
কান্নার রোল জনে জনে।

ঢোল-তবলা বাজে না মনে
বাজে না একতারা,
গাজার আকাশে দেখা যায় না
সুখের সূর্য তারা।

বাদক তুমি বাজাও এবার
নতুন সুরের নতুন বাদ্যযন্ত্র,
মুসলিম উম্মাহ এক হয়ে যাক
আছে যারা পথভ্রষ্ট।

পুরানা পল্টন, ঢাকা।

  • Related Posts

    আল্লামা সাঈদী

    আল্লামা সাঈদী দেলোয়ার হোছাইন সত্য কথা উচ্চস্বরে বলতো আল্লামা সাঈদী, কোরআন পাখি বলে তাই সাহস ছিল নিরবধি। না শুনিলে কন্ঠ তাঁহার লাগে না ভালো আমার, তাই আমি ওয়াজ শুনি পড়লে…

    আষাঢ়ের মেঘ

    আষাঢ়ের মেঘ নার্গিস আক্তার আষাঢ় মাস এলে পরে মেঘ আসে ধেয়ে, হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে ঝড় আসে বেয়ে। রুমা ঝুমা ছাতা নিয়ে বসে বারান্দায়, হাত বাড়িয়ে বৃষ্টি ধরে মেতে থাকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *