গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২

অবেলার ডাক।। সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৪২ জন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭০ জন। এ সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬৪২ জনকে।

বিশেষ অভিযানে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন এআইজি ইনামুল হক সাগর।

  • Related Posts

    তৃতীয় দিনে নলছিটির স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন,বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।

    তৃতীয় দিনে নলছিটির স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন,বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সরকারি স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে।০৬ অক্টোবর…

    নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন,আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি।

    নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন,আল্টাসনোগ্রাম চালুসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, সিজারিয়ান অপারেশন ও আল্টাসনোগ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *