দিশেহারা

দিশেহারা
মোহাম্মদ কাদির

যতই ভাবছি ঠকছি ভবে
হয়েই উদাস মতে,
বিবেক বিহীন শূন্য‍ যেথায়
মরছি চলার পথে।

দিশেহারা ঐ কামনা মাঝে
কাটছে সময় ঘোরে,
অচল যেথায় নিজের খুঁজে
আজকে অনেক দূরে।

মেঘলা দিনের ছায়ায় যবে
ঘিরছে পথের মাঝে,
আঁধার তখন মনের দোরে
বিদায় ঘন্টা বাজে।

দোসর দোসর করছি যেথা
মনটা বুঝার দায়ে,
সকল হায়রে পথ মেপেছে
কাঁটাই দিচ্ছে পায়ে।

বদলে যাওয়া ভুবন যেথা
চলছে নিজের তালে,
যায়না কোথাও পাল্লা দেয়া
বাতাস বিহীন পালে।

  • Related Posts

    বিবেক

    বিবেক মোহাম্মদ কাদির জাগাও বিবেক সরল পথে বাঁচাও জগৎ ভাই, হায়রে কপাল পুড়ছে আজি কোথাও শান্তি নাই। বাঘ ভালুকের থাবায় যেথা বিপাক পথেই রয়, আড়াল করার সুযোগ নিলে পথ হারাতেই…

    আজব শিক্ষার অহংকার

    আজব শিক্ষার অহংকার ডি এম ইব্রাহীম হোসেন আগের কালে লোক সকলে ছিলো ভালো শুনি, লেখাপড়া জানতো না তাঁরা তবু ছিলো গুণী। এঁকে অন্যের মান্য করতো ছিলো নেতার কদর, নেতার কথায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *