ভোলায় ইসলামী ছাত্র শিবিরের ঈদ পুনর্মিলনী

ভোলা প্রতিনিধি, মোঃ নাঈম।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ও বর্তমান কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। গতকাল ১২ জুন বৃহস্পতিবার এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেকদের স্মৃতিচারণ ও দিকনির্দেশনায় উচ্ছ্বাসে ভরে ওঠেন নবীনরা।

শহর সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভোলা জেলা শিবির এর প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, জেলা সহকারী সেক্রেটারি আব্বাস উদ্দিন, সাবেক জেলা সভাপতি আবু জাফর মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউনুছ শরীফ, চরফ্যাশন উপজেলা আমির মীর শরীফ হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মুহিবুল্লাহ, সাবেক জেলা সভাপতি কাজী শাহে আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, ব্যবসায়ী বোরহান মাহমুদসহ সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

আগামীদিনে ভোলায় শিবিরকে সুপ্রতিষ্ঠিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সুপারিশ করেন বক্তারা।

  • Related Posts

    নানা আয়োজনে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

    বালী তাইফুর রহমান তূর্য, নিজস্ব প্রতিবেদক।। নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকার পলটনস্থ বার্ডস আই কনভেনশন সেন্টারে বিকাল…

    ঢাকার যাত্রাবাড়ী থেকে লেখিকার শিশু নিখোজ

    অবেলার ডাক।। রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানী গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসানের একমাত্র ছেলে হাফেজ ফারহান লাবিব (১৪) ঢাকায় নিখোঁজ হয়েছেন। জানা গেছে, গত ১৭ জুন রাজধানীর গেন্ডারিয়া থানাধীন উত্তর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *