নলছিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি।। ‘প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’  এ প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটিতে ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম,উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন প্রমুখ।বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেথে পরিবেশ রক্ষা সম্ভব।

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করতে হবে, যেন শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে ওঠে।” এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *