নলছিটিতে লঞ্চের ধাক্কায় নিহত শিশু রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত শিশু রায়হান মল্লিকের (১০) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম নিজ কার্যালয়ে নিহত শিশুর বাবার হাতে ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় ইউএনও নজরুল ইসলাম বলেন, শিশু রায়হানের করুণ মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত হয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে সামান্য এ সহযোগিতা পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করবে বলেই আশা করছি। চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সকালে নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি মিতালী-৫ লঞ্চের ধাক্কায় একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে রায়হান নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা প্রতিবেশী সাঁতরে বেঁচে গেলেও রায়হান নদীতে তলিয়ে যায়। তিন দিন পর ২১ মার্চ সকালে দপদপিয়া লঞ্চঘাট এলাকায় পন্টুনের পাশে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত রায়হান স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। সেসময় তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

  • Related Posts

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    দাখিল পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা

    জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিবেদক।।  ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বলছে,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *