মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে: ধর্ম উপদেষ্টা

জুবাইর আল হাদী, ঝালকাঠি প্রতিনিধি।। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার টুটি যারা চেপে ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ পুণরায় সৃষ্টি হতে পারে, সেবিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ঢাকার আইডিইবি মিলনায়তনে, টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ এ সেমিনার আয়োজন করে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া যাবে না। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইসলামর আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ. শামসুল আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সেমিনারে শতাধিক ইসলামি পণ্ডিত, আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • Related Posts

    ঝালকাঠিতে তারেক রহমানের পক্ষ থেকে পূজায় অনুদান দিলেন সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টো।

    ঝালকাঠিতে তারেক রহমানের পক্ষ থেকে পূজায় অনুদান দিলেন সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টো। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি ও নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে আর্থিক…

    বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে বরিশালের সর্বস্তরের নাগরিকের উদ্যোগে মানববন্ধন।

    বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে বরিশালের সর্বস্তরের নাগরিকের উদ্যোগে মানববন্ধন। বালী তাইফুর রহমান তূর্য,(অবেলার ডাক নিউজ ডেস্ক): বেলস পার্ক সংলগ্ন লেকের পাশে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *