রসুনে ঝাঁঝাল রাঙ্গা ইলিশ রেসিপি

রসুনে ঝাঁঝাল রাঙ্গা ইলিশ রেসিপি:
ঝাটকা ইলিশ –৩ টি।
রসুন বাটা – ২ টেবিল চামচ
রসুন কুঁচি – ২ চা চামচ।
শুকনা লাল মরিচ – ৫–৬টি (হালকা ভেজে গুঁড়া করে নিন)
কাঁচা মরিচ – ৪টি (চেরা)
পেঁয়াজ কুচি – ১ কাপ
সরিষার তেল – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
হলুদ গুঁড়া – ১ চা চামচ
মুন্নি’স ড্রীম ফিশ মসলা – ১ চা চামচ (স্বাদ বাড়াতে)

আলু ভর্তার জন্য:
সেদ্ধ আলু – মাঝারি ৫ টি
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ – ৬ /৭ টি
সরিষার তেল – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – সামান্য

প্রস্তুতি:
🔸 ইলিশ ভুনা:
1. মাছ ধুয়ে হলুদ, লবণ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।
2. কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও রসুন বাটা দিন সাথে কিছু রসুন কুচি ও দিতে পারেন। হালকা বাদামী হলে কাঁচা মরিচ ও শুকনা মরিচের গুঁড়া দিন।
3. এবার মুন্নি’স ড্রীম ফিশ মসলা দিন এবং ১/৪ কাপ পানি দিয়ে মসলা কষান।
4. ঝাটকা ইলিশ দিয়ে ঢেকে দিন। জ্বাল কমিয়ে হালকা আঁচে ১২ মিনিট রাখুন।
5. মসলা ভালোভাবে মাছের গায়ে লেগে গেলে নামিয়ে নিন।
🔸 আলু ভর্তা: সেদ্ধ আলুতে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিন।
🔸 পরিবেশন: একটি কলাপাতা গোল করে কেটে তাতে গরম ভাত দিন। পাশে ঝাটকা ইলিশ রসুন-মরিচ ভুনা, কাঠাঁলের বিচি ভর্তা আর একপাশে আলু ভর্তা দিয়ে পরিবেশন করুন। ইচ্ছে হলে পাতাটা হালকা জ্বাল দিয়ে নরম করে নিতে পারেন—তাতে গন্ধ ও স্বাদ বৃদ্ধি পাবে।

বিশেষ পরামর্শ :
কলাপাতা হালকা ভাপ দিলে তা সহজে ভাঁজ করা যায় এবং খাবারে বিশেষ গ্রামীণ ঘ্রাণ যুক্ত করা যায়।
মুন্নি’স ড্রীম ফিশ মসলা এই রেসিপিকে করে তোলে আরও ঘ্রাণযুক্ত ও সুস্বাদু।

রেবেকা সুলতানা
নারী উদ্যোক্তা | প্রশিক্ষক | পরামর্শক
প্রতিষ্ঠাতা ও সভাপতি: মুন্নি’স ড্রীম এবং মুন্নি’স ড্রীম নারী কল্যাণ সমিতি
অবস্থান: বরিশাল, বাংলাদেশ।

  • Related Posts

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই।

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক।। ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিশোধনকৃত ভূ-উপরস্থ পানি ব্যবহার বৃদ্ধি,সৌর বা বায়ুর মতো…

    “শিক্ষাই জাতির মেরুদণ্ড”,মেরুদণ্ডহীন কারিগরের হাতে কিভাবে একটি শক্ত মেরুদণ্ডের জাতী তৈরি হবে!

    “শিক্ষাই জাতির মেরুদণ্ড”,মেরুদণ্ডহীন কারিগরের হাতে কিভাবে একটি শক্ত মেরুদণ্ডের জাতী তৈরি হবে! বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: যারা মেরুদণ্ড শক্ত করে দেবেন তারাই তো সূচনা থেকে দুর্নীতিতে হাবুডুবু খান।নীতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *