ভোলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অবেলার ডাক এর পুরুস্কার বিতরণ

অবেলার ডাক।। দ্বীপ জেলা ভোলাতে ২৭ জুলাই, ২০২৫ তারিখ ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত বছর ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ইং সোমবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলার চরফ্যাশনে ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবারের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে স্কুল পর্যায়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের কে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে কবিতা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সে সময় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ মহীউদ্দীন, উপজেলা সহকারী পোগ্রামার জনাব মোঃ বিল্লাল হোসেন, চর ফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের জেলা প্রতিনিধি মোঃ নাঈম, সাধারণ সম্পাদক- মোঃ নাজমুস সাকিব মাহিম, সহ-সাধারণ সম্পাদক- ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- অন্বয় দাস সহ আরও অনেকে। পরবর্তীতে সকল শিক্ষার্থীদের কবিতা ও কুইজ প্রতিযোগীতার ফলাফল ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে এতদিন এসব পুরুস্কার শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া সম্ভব হয়নি।

সবকিছু কে পিছনে ফেলে আজ ২৭ জুলাই, ২০২৫ তারিখ ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবার এর পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের মাঝে বই ও বিভিন্ন উপহার সামগ্রী সহ পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোসাঃ তাসলিমা বেগম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, মোঃ কামাল হোসেন, ভূপতি রায়, পলাশী সহ আরও অনেকে।

এ বিষয়ে ‘অবেলার ডাক’ সম্পাদক মোঃ রিসালাত মীরবহর বলেন, যারা তাদের সময়, শ্রম, মেধা ও অর্থ দিয়ে এ সকল শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরুস্কার বিতরণে সহযোগীতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে তিনি ‘অবেলার ডাক’ সাহিত্য পরিবারের ভোলা প্রতিনিধি মোঃ নাঈম সহ তার সকল সহযোগীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সম্পাদক মোঃ রিসালাত মীরবহর ‘অবেলার ডাক’ সাহিত্য পরিবারে বিশেষ অবদান রাখার জন্য চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোসাঃ তাসলিমা বেগম কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মোঃ রিসালাত মীরবহর জানান, বর্তমান প্রজন্মের তরুন-তরুণী শিক্ষার্থীরা যাতে স্কুল পর্যায় থেকেই সুস্থ ধারার সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে পারে তার জন্য চেষ্ঠা করে যাচ্ছে ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবার। তিনি আরও বলেন, এই ধারাটি চলমান রাখতে পারলে কিশোর বয়স থেকে বই পড়ার প্রতি মনযোগী ও সত্যিকারের সুন্দর সাহিত্য চর্চায় আগ্রহী হয়ে উঠবে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ‘অবেলার ডাক’ সম্পাদক আরও জানিয়েছেন, সবার সহযোগীতা পেলে ভবিষ্যতে দেশের যে কোন জেলার শিক্ষার্থীদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী রয়েছেন তিনি।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *