নলছিটিতে ইয়াবা, গাজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত নারী সাথী আক্তার (৩২), স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ আটক হন। পুলিশ জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দা থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার এসআই (নিরস্ত্র) এল.এম. আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়েছে। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *