

আসা যাওয়ার মঞ্চ
শুভ্র দেবনাথ
আসা যাওয়ার মঞ্চ মোদের
এই পৃথিবী খানি,
কেবা কখন চলে যাব
কেউনা মোরা জানি।
এলাম গেলাম কি’বা পেলাম
এই পৃথিবীর মাঝে,
ডুবে রইলাম মন্দ যত
আজেবাজে কাজে।
আসা যাওয়ার কি’বা মানে
কি’বা আছে কারণ,
একবারও তা নিরজনে
কেউ করিনা স্মরণ।
এই দুনিয়ার মায়ায় পরে
ভুলে আপনালয়,
ব্যস্ত মোরা করতে সবাই
দুনিয়ার সঞ্চয়।