

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি ( ঝালকাঠি) সংবাদদাতা: যুব র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০১৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার( ১২ আগষ্ট) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবু সালেহ মোহাম্মদ ইফাদ ইশতিয়াক,উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেনিন প্রমূখ। অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে যুব ঋনের চেক ও সনদ পত্র বিতরণ, পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপন। যুব দিবসের এ বারের প্রতিপাদ্য হয়েছে ” প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।