বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী অসংখ্য ছোট-বড় তরুণ-তরুণীরা বিভিন্ন সময় রাস্তা পারাপার হয়। এছাড়া বিভিন্ন অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে সড়কের এসব পয়েন্ট দিয়ে। অন্যদিকে বরিশালের সাথে অন্য জেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দূর দূরন্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা সহ বিভিন্ন কাজে বরিশালে আসেন।

এছাড়া পদ্মা সেতু হওয়ায় বরিশালে যাত্রী পরিবহণ আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর তাই বরিশালে অন্য যে কোন সময়ের তুলনায় যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ নথুল্লাবাদ বাস টার্মিনাল, নগরীর চৌমাথা, সিএন্ডবি পুল, আমতলা মোর, সাগরদি ব্রিজ ও রুপাতলীর মতো ব্যাস্ততম সড়কে নেই কোন ফুট ওভার ব্রিজ। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষের অত্যন্ত ঝুকি নিয়ে পারাপার হতে হচ্ছে সড়কের এসব পয়েন্টগুলোতে। অন্যদিকে সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য সময় দিতে গিয়ে সড়কে কখনও কখনও বাড়ছে তীব্র যানজট। এছাড়া সাধারণ মানুষের প্রয়োজনে নগরীর সড়কের এসব ব্যাস্ততম পয়েন্টগুলো যেন হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। বিশেষ করে দ্রুত গতির যানবাহন গুলো প্রায়ই দুর্ঘনার স্বীকার হচ্ছে। ফলে সাধারণ মানুষ ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও এসব দুর্ঘনার স্বীকার হচ্ছে। কখনও কখনও ঘটছে অনাকাঙিখত মৃত্যুর ঘটনা।

আমাদের পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতেও রয়েছে ফুট ওভার ব্রিজ। অথচ বরিশালের মতো এত জনবহুল ব্যাস্ততম একটি সড়কের বিভিন্ন পয়েন্টগুলো যেন হরহামেশাই ডেকে আনছে দুর্ঘটনা। অনেক সময় এসব দুর্ঘটার স্বীকার হচ্ছেন বয়স্করাও। তাই বরিশালের মূল সড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে দিন দিন যেভাবে যান বাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে তাতে করে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই সাধারণ মানুষ ও পথচারী সহ স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতী শিশুরা যাতে নগরীর এসব পয়েন্টগুলো দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। যাতে করে দ্রুত সম্ভব নগরীর এসব ব্যাস্ততম সড়কের বিভিন্ন পয়েন্টে ফুট ওভার ব্রিজ নির্মাণ করে সড়ক দুর্ঘনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।

প্রকাশক ও সম্পাদক
অবেলার ডাক। সবার জন্য সাহিত্য
বরিশাল সদর, বরিশাল।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *