নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট)  জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কে.এম নাঈম হিমেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের তালুকদার, সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী এবং সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান বলেন, কেন্দ্রীয় নেতাদের দায়িত্বশীল সমন্বয় ও গভীর বিশ্লেষণের পর রাজপথে দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করেই এই কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এটি কলেজ কমিটি, তাই স্বাভাবিকভাবেই এখানে নেতৃত্বে নতুনত্ব থাকবে। আমি বিশ্বাস করি, জেলা সভাপতি ও সম্পাদক একটি সুন্দর ও যথোপযুক্ত কমিটি উপহার দিয়েছেন।

  • Related Posts

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *