

নলছিটিতে প্লাস্টিক-পলিথিন পরিবেশের সমস্যা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান
নলছিটি প্রতিনিধি:
“একবার ব্যবহার্য প্লাস্টিক – পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা ” বিষয়ক সচেতনতামূলক প্রচারনা অনুষ্ঠান সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় সভায় সভাপতিত্ব করেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো : খলিলুর রহমান মৃধা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: খায়রুল বাশার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন,রান এনজিও নির্বাহী পরিচালক ও বাপা’র বিভাগীয় সমন্বয়কারী জনাব মো: রফিকুল আলম, ড়নলছিটি সরকারি ডিগ্রি সাবেক সহকারী অধ্যাপক সামছুল আলম বাহার,নলছিটি প্রেস ক্লাবের সহ সভাপতি সাহাদাত হোসেন মনু প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা।