

ড.জিয়াউদ্দিন হায়দারের নলছিটিতে হাসপাতাল,পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়।
বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড.জিয়াউদ্দিন হায়দার নলছিটিতে হাসপাতাল,বিভিন্ন পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন করেন ও মতবিনিময় করেন।বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি। দেশের পিছিয়ে পড়া খাতগুলোকে উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতিই বিএনপির প্রধান লক্ষ্য থাকবে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির নলছিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্স ও অন্যান্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেয়া হবে। স্বাস্থ্য সেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করা হবে।
সোমবার( ২৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ড. শিউলি পারভীন, ড. শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এছাড়াও পরবর্তীতে তিনি নলছিটি প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথেও মতবিনিময় করেন এবং উপজেলার নাচনমহল সহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও স্থানীয়দের সাথে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনা মতবিনিময় সভাগুলোতে তুলে ধরেন।এসময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।