নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস- মোটরসাইকেল সংঘর্ষে বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি- বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং মোটরসাইকেল ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল হোসেন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম জানান, মোটরসাইকেল ও বাস সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *