বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন’ – নারী উদ্যেক্তা রুনার খামারে ড. জিয়াউদ্দিন হায়দার।

‎’বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন’ – নারী উদ্যেক্তা রুনার খামারে ড. জিয়াউদ্দিন হায়দার।

‎বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :

‎ঝালকাঠির রাজাপুরের নারী উদ্যেক্তা মাহফুজ রুনা নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন একটি আদর্শ খামার। বর্তমানে তার খামারে রয়েছে ১৮টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ও বিভিন্ন জাতের বেশ কিছু ছাগল। প্রতিদিন এ খামার থেকে প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় বাজারে বিক্রি করে তিনি পরিবারসহ প্রতিবেশি কয়েকজনর কর্মসংস্থানও নিশ্চিত করেছেন। স্থানীয়ভাবে তিনি ইতিমধ্যে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই খামারটি পরিদর্শনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি খামারের পশুপালন ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ, দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া ঘুরে দেখেন এবং উদ্যোক্তা রুনার প্রশংসা করেন।পরিদর্শন শেষে ড. হায়দার বলেন, মাহফুজ রুনা আজ অনুকরণীয় এক উদাহরণ। একজন নারী হয়ে তিনি যা করতে পেরেছেন, তা আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। আমরা চাই, প্রত্যেক গ্রামে ছোট ছোট খামার গড়ে উঠুক- এক-দুইটি পশু পালন থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়। বিএনপি এই উন্নয়ন চায় – টেকসই, অংশগ্রহণমূলক ও জনগণভিত্তিক উন্নয়ন।বিএনপি একটি গণমানুষের দল। এই দলের লক্ষ্যই হলো সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি ও স্বাবলম্বিতা নিশ্চিত করা। উদ্যোক্তা মাহফুজ রুনা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি জীবন্ত উদাহরণ। আমরা চাই প্রতিটি গ্রামে এমন শত শত রুনা তৈরি হোক, যারা নিজের উদ্যোগে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন-এই ধরনের নারী ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য ‘কৃষকের কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে তারা ব্যাংক ঋণ, পশুপালন প্রশিক্ষণ, খাদ্যভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। আমরা চাই এসব সফলতার গল্প ছড়িয়ে পড়ুক, যেন গ্রামের নারীরাও আত্মনির্ভরতার পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন।

‎ড. হায়দার বলেন, বিগত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়ে জনগণের অর্থ লুট করেছে। সেই প্রকল্পগুলোর কোনো বাস্তব সুফল জনগণ পায়নি। কিন্তু আমরা চাই প্রকৃত উন্নয়ন-যেখানে নারী, কৃষক, তরুণ ও শ্রমজীবী মানুষেরা থাকবে উন্নয়নের মূল কেন্দ্রে।

তিনি আরও যোগ করেন, জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা প্রান্তিক পর্যায়ের ছোট ও মাঝারি কৃষি উদ্যোক্তাদের পাশে থাকব। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান-এই তিন খাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের পুনর্গঠন নিয়ে আমাদের বিস্তারিত পরিকল্পনা তৈরি হচ্ছে। অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই বাংলাদেশে সত্যিকার উন্নয়ন ঘটবে।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‎রাজাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, উপজেলা তাতীদলের আহ্বায়ক মিজানুর রহমান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল গাজী, যুবদল নেতা ইমাম হোসেন সেন্টু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর শহিদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *