কথা

কথা
আফজাল হোসেন

কারো কথায় কর্কশতা
কারো কথায় রস,
মন মজানো কথায় মানুষ
হয়ে যায় বশ।
কারো বলা একটি কথা
দিনভর মাথায় ঘোরে,
ভালোবাসায় মেশানো কথায়
মন আনন্দে ভরে।
নম্র কথায় শত্রুতারও
দেয়াল ভেঙ্গে যায়,
কঠিন মনও নরম হয়
কথার মমতায়।
আবেগ মাখা ভালকথায়
বদলে যায় মন,
ভাঙ্গা-গড়ায় সবচেয়ে বেশি
কথার অবদান।
দম্ভকথায় ঘৃণায় মানুষ
দুরে সরে যায়,
দীপ্ত কথায় বুদ্ধিমত্তার
পাই যে পরিচয়।
তাইতো কথা বলতে হয়
ভেবেচিন্তে, ধীরে,
বুঝিয়ে কথা বলতে পারলে
বিপক্ষরাও দলে ভীড়ে।

  • Related Posts

    শহীদ ওসমান হাদি

    শহীদ ওসমান হাদি মোহাম্মদ শামীম মিয়া ওসমান হাদি নির্ভীক প্রতিবাদী অকতোভয় যোদ্ধা, স্মৃতির পাতায় শ্রদ্ধা মমতায় রবে প্রিয় বোদ্ধা। জুলাই উত্তানে মিছিল শ্লোগানে মুখরিত পথচলা, ছিল সাহসিকতা অদম্য দক্ষতা সত্যকে…

    নতুন বছর

    নতুন বছর মাসুদ রানা নতুন বছর নতুন দিনে থাকুক সবাই সুখে, নতুন আশা সবার মনে বাসা বাধুক বুকে। নতুন বছর নতুন রূপে নতুন করে বাঁচা, নতুন বছর পাখির মতো মুক্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *