আজব শিক্ষার অহংকার

আজব শিক্ষার অহংকার
ডি এম ইব্রাহীম হোসেন

আগের কালে লোক সকলে
ছিলো ভালো শুনি,
লেখাপড়া জানতো না তাঁরা
তবু ছিলো গুণী।

এঁকে অন্যের মান্য করতো
ছিলো নেতার কদর,
নেতার কথায় উঠতো বসতো
ছিলো সোহাগ আদর।

গাঁয়ের সালিশ গাঁয়ে হতো
মিলতো ভাইয়ে ভাইয়ে,
দুঃখ সবার ঘুচে যেতো
ন্যায্য বিচার পেয়ে।

আগের মানুষ সরল ছিলো
ছিলনা গরল যুক্ত,
খাদ্য খাবার শাক সবজি
ছিলো ভেজাল মুক্ত।

কলিকালের হাওয়া বদল
শিক্ষার হার যে বেশী,
উন্নয়নের ফুলকো ধারায়
বিশ্ববাসী খুশী।

দেশে দেশে হানাহানি
মানুষ মারার ফঁন্দি,
জ্ঞান বিজ্ঞানের হলি খেলায়
মানবতা বন্দি।

লাশের গন্ধে বায়ূ দূষণ
গোলা বারুদের হুংকার,
এই পৃথিবী গোল্লায় গেলো
আজব শিক্ষার অহংকার।

  • Related Posts

    বিবেক

    বিবেক মোহাম্মদ কাদির জাগাও বিবেক সরল পথে বাঁচাও জগৎ ভাই, হায়রে কপাল পুড়ছে আজি কোথাও শান্তি নাই। বাঘ ভালুকের থাবায় যেথা বিপাক পথেই রয়, আড়াল করার সুযোগ নিলে পথ হারাতেই…

    কথা

    কথা আফজাল হোসেন কারো কথায় কর্কশতা কারো কথায় রস, মন মজানো কথায় মানুষ হয়ে যায় বশ। কারো বলা একটি কথা দিনভর মাথায় ঘোরে, ভালোবাসায় মেশানো কথায় মন আনন্দে ভরে। নম্র…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *