নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (প্রতিনিধি)।। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২২ মে ) সকাল দশটায় অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। ইসলামি আই চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে ছানি পরীক্ষা ও নির্বাচিত রোগীদের বরিশালে ফ্রি অপারেশনের ব্যবস্থা, চোখের পাওয়ার মাপা, বিনামূল্যে চশমা বিতরণ এবং চোখের নানা রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া উচ্চ মানের চক্ষু চিকিৎসক ও দক্ষ সার্জনদের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ তছলিম ওয়াহেদ, নাচনমহল কোডেক শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে ‘সুমতি কর্মসূচি’ (নাচনমহল শাখা কোডেক, নলছিটি) এবং সার্বিক সহায়তা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

উল্লেখ্য, এই ক্যাম্পে উন্নতমানের ফ্যাকো সার্জারির সু-ব্যবস্থা রাখা হয়, যা রোগীদের কাছে অত্যন্ত প্রশংসিত।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *